নেত্রকোণা, ২৮এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনে বজ্রপাতে মৃত্যু হয় তার।
মৃত আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের হাফেজিয়া মাদ্রাসায় পড়তো। প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল আরাফাত। মাদ্রাসার পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদ্রাসার শিক্ষার্থী বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।