নাটোর, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা লিগ্যাল এইড দপ্তরে বিগত এক বছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা সম্ভব হয়েছে।
জেলায় আজ সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা আইনজীবী ভবনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আব্দুর রহিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল হক মুক্তা, লীগ্যাল এইড প্যানেলের সেরা আইনজীবী এ্যাড. শাহাদত হোসেন, জেলা লিগ্যাল এইড দপ্তর থেকে সেবা গ্রহীতা রুপালি খাতুন ও রিপন আলী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি আরো জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। দাপ্তরিক মধ্যস্থতায় ৪৬ লক্ষ ৭২ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়াও বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে ৫৫১ ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ৫১৯টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা হচ্ছে। আইনি সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরো গতিশীল হবে।
দিবসটি উপলক্ষে আদালত চত্বরে সকাল পৌনে আটটায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বের হয় শোভাযাত্রা। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও চলছে রক্তদান কর্মসূচি।