কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে দুই কৃষক ও কৃষাণী নিহত

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:১৩

কিশোরগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস):  জেলার অষ্টগ্রাম ও মিঠামইনে আজ বজ্রপাতে দুই কৃষক ও কৃষাণী নিহত হয়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে জেলার মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে খড় শুকাতে গিয়ে ফুলেছা বেগম (৬৫) নামের এক কৃষাণী বজ্রপাতে নিহত হন। সকাল ১০টার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার হালালপুর হাওরে ধান কাটার সময় ইন্দ্রজীত দাস (৩৬) ও কলমা হাওরে ধান কাটার সময় স্বাধীন মিয়া (১৪) নামের দুই কৃষক নিহত হন।

নিহত কৃষাণী ফুলেছা বেগম (৬৫) মিঠামইনে উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী। নিহত ইন্দ্রজীত দাস (৩৬) অষ্টগ্রামে উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) একই উপজেলার খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

মিঠামইন থানার উপপরিদর্শক অর্পন বিশ্বাস জানান, আজ সোমবার সকালে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে ধানের খড় শুকাতে দিচ্ছিলেন ফুলেছা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে রাখা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে কৃষক ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাকা ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক ইন্দ্রজীত দাসের মৃত্যু হয়। একই সময় উপজেলার খয়েরপুর হাওরে কৃষক স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে নিহতের নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
নাটোরে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
১০