এশিয়া সেরার তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৭
ছবি : উইকিপিডিয়া

গাজীপুর, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে। 

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ায় ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান নিশ্চিত করেছে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়টি। প্রকাশিত এ র‍্যাংকিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাসসকে বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং-২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হয়েছে। এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার ফল। এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও দায়িত্বশীল, উদ্ভাবনী এবং বৈশ্বিক মানসম্পন্ন কৃষিশিক্ষা ও গবেষণায় অগ্রসর হতে অনুপ্রেরণা জোগাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
রেলওয়েতে অগ্রিম টিকিট বিক্রি শুরু
পল্টনে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা রিপন-নাঈমসহ ১০ জন কারাগারে
কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড নিয়ে ভুয়া তথ্য প্রচার : বাংলাফ্যাক্ট
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৫৮
পিরোজপুরে অপহরণ মামলায় তিন জনের কারাদণ্ড
১০