শীতকালীন সবজি চাষে কৃষকদের পুরস্কৃত করল বাকৃবি

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:০২
সোমবার বেলা ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চাষি মিলনায়তন ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) আয়োজনে আজ কৃষক-কৃষাণীদের মধ্যে "শীতকালীন সবজি চাষ কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের চাষি মিলনায়তন ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, বাউ-জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ও অনুষ্ঠিত কর্মসূচির মূল্যায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এবং বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কার্যক্রম- শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের মধ্যে অন্যতম অনুষঙ্গ 'সম্প্রসারণ' কার্যক্রম আরো বিস্তৃত করার বিষয়ে প্রধান অতিথি নির্দেশনা প্রদান করেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে কৃষক কৃষাণীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অতিথিরা অনুষ্ঠানে আগত কৃষক কৃষাণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বাউএক‘র সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মুহাম্মদ হুমায়ূন কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য  রাখেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সাইদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রধান সহযোগী প্রফেসর ড. মোছা. জান্নাতুন নাহার মুক্তা এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭৮ জন কৃষক-কৃষাণী ওই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০