নাটোর লিগ্যাল এইডে গত বছর ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তি

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:০১
সোমবার নাটোরে জেলা আইনজীবী ভবনে 'জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা লিগ্যাল এইড দপ্তরে বিগত এক বছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা হয়েছে। 

নাটোরে আজ  সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী ভবনে 'জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক।

এতে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আব্দুর রহিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক এডভোকেট শরিফুল হক মুক্তা, লিগ্যাল এইড প্যানেলের সেরা আইনজীবী এডভোকেট শাহাদত হোসেন, জেলা লিগ্যাল এইড দপ্তর থেকে সেবা গ্রহীতা রুপালী খাতুন ও রিপন আলী।

স্বাগত বক্তব্যে সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি আরো জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। 

তিনি বলেন, দাপ্তরিক মধ্যস্থতায় ৪৬ লাখ ৭২ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়াও বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে ৫৫১ ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ৫১৯টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা হচ্ছে।

আইনী সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে সকাল পৌনে ৮টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

এরপর জেলা লিগ্যাল এইড দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর পাশাপাশি দিবসটিকে ঘিরে আয়োজিত হয় বৃক্ষরোপণ ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৩০ এপ্রিল থেকে জিলকদ মাস গণনা শুরু
দূষণরোধী অভিযানে ২৪ কোটি ৬১ লাখ  জরিমানা: ৬৭০ অবৈধ ইটভাটা বন্ধ 
‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে ঢাকাকে অবহিত করলেন পাকিস্তানের হাইকমিশনার
প্যারিসে ২০১৬ সালে কিম কার্দাশিয়ানকে ডাকাতির বিচার শুরু
পাকিস্তানে শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণে নিহত ৭
সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ 
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৫
বাংলাদেশ নবজাতক হাসপাতালে দেশের সর্বপ্রথম ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ স্থাপন
হজযাত্রীদের জন্য হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মার্চ ১৫ থেকে ইয়েমেনে ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, শত শত হুথি বিদ্রোহী নিহত
১০