ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন।
আজ সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
হজ কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হাজীদের নিবন্ধন থেকে শুরু করে সকল প্রক্রিয়া কীভাবে আরো সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশা ব্যক্ত করেন।
আজ (সোমবার) দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটিতে (এসভি ৩৮০৩) পবিত্র হজব্রত পালনের জন্য ঢাকা ত্যাগ করবে ৩৯৮ জন হজযাত্রী।
প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।
$('.dtl_section iframe').each(function(){
var src = $(this).prop('src').replace('watch?v=','embed/');
var checkFb = src.indexOf("facebook");
//console.log('FB: ' + checkFb);
if(src!=''){
if(checkFb>=0){
var uri = src.split('width=');
var w = parseInt(uri[1]);
if(w>0){
if(w>=560) w = ' width="100%"';
else w = ' width="'+w+'"';
}
else w = '';
$(this).replaceWith('');
} else $(this).replaceWith('');
}
});
// var w = window.innerWidth;
// //if(w<640){
// $('.dtl_section img').each(function(){
// $(this).attr('style','width:100%;');
// });
// //}
/*$('.dtl_section img').each(function(){
var win_width = $(window).innerWidth();
var width = $(this).innerWidth();
var alt = $(this).prop('alt');
var src = $(this).prop('src');
var style = $(this).attr('style');
if((width>=730 && win_width>730) || (width>=640 && win_width<=640) || (width>=480 && win_width<=480)) width = '100%';
$(this).replaceWith('