রাজশাহীতে যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:০৫
রোববার রাজশাহীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়। ছবি: বাসস

রাজশাহী, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় এ কার্যক্রম শুরু করা হয়। এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, এই মহানগর আমাদের সবার। 

ইতোমধ্যে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী পরিচিতি পেয়েছে। এটি আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। আশা করছি এই উদ্যোগের ফলে নগরবাসী সচেতন হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মশা বংশ বিস্তার করতে পারবে না।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ 
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৮০৯
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আইএমও কাউন্সিলে সমর্থনের প্রত্যাশায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজ
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই 
দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে রিশাদ
১০