রাজশাহীতে যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:০৫
রোববার রাজশাহীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়। ছবি: বাসস

রাজশাহী, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় এ কার্যক্রম শুরু করা হয়। এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, এই মহানগর আমাদের সবার। 

ইতোমধ্যে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী পরিচিতি পেয়েছে। এটি আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। আশা করছি এই উদ্যোগের ফলে নগরবাসী সচেতন হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মশা বংশ বিস্তার করতে পারবে না।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক শুরু
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
গাজায় জ্বালানি ঘাটতি ‘সংকটজনক’ : জাতিসংঘের সতর্কবার্তা
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১০