রাজশাহীতে যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:০৫
রোববার রাজশাহীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়। ছবি: বাসস

রাজশাহী, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় এ কার্যক্রম শুরু করা হয়। এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, এই মহানগর আমাদের সবার। 

ইতোমধ্যে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী পরিচিতি পেয়েছে। এটি আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। আশা করছি এই উদ্যোগের ফলে নগরবাসী সচেতন হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মশা বংশ বিস্তার করতে পারবে না।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০