সাতক্ষীরায় তিন বখাটের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:২৫
রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক অশোভন আচরণ করায় কারাদণ্ড প্রদান করেন। ছবি: বাসস

সাতক্ষীরা, ৪ মে ২০২৫ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন এসএসসি পরীক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার অভিযোগে তিন বখাটেকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার গোপালপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তিন বখাটে যুবক হলেন- শ্যামনগর উপজেলার চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন এবং আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন জানান, কয়েকজন নারী এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে নিজ নিজ বাড়ি ফেরার পথে তিন বখাটে তাদের পথরোধ করে তাদের সাথে অশোভন আচরণ করে। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বখাটে মোস্তাফিজুর রহমানকে দুই মাস এবং রাকিব ও জোবায়ের উভয়কে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, কারাদণ্ড প্রাপ্ত তিন বখাটেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
গাজায় জ্বালানি ঘাটতি ‘সংকটজনক’ : জাতিসংঘের সতর্কবার্তা
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
এটা ‘শতাব্দীর দুর্যোগ’ : টেক্সাসে ভয়াবহ বন্যা দেখে ট্রাম্প
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যাপক ছাঁটাই শুরু
১০