প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হয় না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:২৭
রোববার লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : পিআইডি

লক্ষ্মীপুর, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা পূরণ না হলে অদক্ষ লোক তৈরি হবে। অ-কাজের লোক হবে, সমাজের বোঝা বাড়াবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে, সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না।

আজ রোববার লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, যদি কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শানোর নোটিশ দিবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কাকলী শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে পরিদর্শন ও শিশু কানন উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ 
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৮০৯
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আইএমও কাউন্সিলে সমর্থনের প্রত্যাশায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজ
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই 
দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে রিশাদ
১০