বান্দরবানে জুম চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ২০:১১
রোববার বান্দরবানে উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জুম চাষীদের হাতে কৃষি উপকরণ তুলে দেয়া হয়। ছবি: বাসস

বান্দরবান, ৪ মে ২০২৫ (বাসস): জেলার থানচি উপজেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে তিল, আউশ, আনারস ও আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪টি ইউনিয়নের ৩৩০ জন জুম চাষীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জুম চাষীদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়।

এ সময় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল- ফয়সাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ২৫০ জন জুম চাষী কৃষককে আউশ ধানের উপকরণ হিসেবে জনপ্রতি উফশী ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়েছে। এছাড়াও ৮০ জন জুম চাষী কৃষককে জনপ্রতি পাহাড়ী কালো ও সাদা রংঙের তিল এককেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০