কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবকের ১৫ দিনের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৪৬
কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

কুড়িগ্রাম, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মণ্ডল (২৩) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক যুবক নওগাঁ জেলার বিশ্বনাথ মণ্ডলের পুত্র।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, গতকাল কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষা চলাকালীন বিক্রম মণ্ডলকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

তিনি আরো জানান, পুলিশ কনস্টেবল পদে মো. রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বিক্রম মণ্ডল নামের একজন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে আসে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সন্দেহ হলে তাকে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর মেইন গেটে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে সোপর্দ করা হলে কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. বজলার রহমান বলেন, ‘সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। এই নিয়োগের জন্য আজ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আমরা একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছি।’

তিনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য চাকুরি প্রার্থীদের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০