কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবকের ১৫ দিনের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৪৬
কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

কুড়িগ্রাম, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মণ্ডল (২৩) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক যুবক নওগাঁ জেলার বিশ্বনাথ মণ্ডলের পুত্র।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, গতকাল কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষা চলাকালীন বিক্রম মণ্ডলকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

তিনি আরো জানান, পুলিশ কনস্টেবল পদে মো. রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বিক্রম মণ্ডল নামের একজন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে আসে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সন্দেহ হলে তাকে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর মেইন গেটে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে সোপর্দ করা হলে কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. বজলার রহমান বলেন, ‘সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। এই নিয়োগের জন্য আজ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আমরা একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছি।’

তিনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য চাকুরি প্রার্থীদের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০