বাস ও সিএনজি চালকদের দ্বন্দ্বে ভোলার ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:১০
ভোলা বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বে ভোলার ৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ। ছবি: বাসস

ভোলা, ৫ মে, ২০২৫ (বাসস) : যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ভোলা বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বে ভোলার ৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন।

গতকাল রোববার (৪ মে) রাতে ভোলার বাংলাবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনার সূত্র হয়। এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে।

বাস শ্রমিকরা অভিযোগ করেন, ভোলা সদরের বাংলাবাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠায় সিএনজি চালকরা। এ সময় বাসের হেলপাররা সিএনজি চালকদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েকটি বাস ও সিএনজি ভাঙচুর করা হয়।  

এ ঘটনায় বাস শ্রমিকদের মারধর করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় ভোলার বাস শ্রমিক ইউনিয়ন। তারা রোববার রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে। রাতে ছড়িয়ে পড়া এ সংঘর্ষ আজ সকালেও চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৮টি  রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সরেজমিন আজ সকাল ৯টায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষ ব্যাটারিচালিত রিকশায় করে আসা-যাওয়া করছে। এতে ভোগান্তির পাশাপাশি তাদের প্রচুর ভাড়াও গুনতে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। 

এ ঘটনার বিচার চেয়ে উভয় পক্ষ রোববার রাতভর বিক্ষোভ প্রদর্শন করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

আজ সকাল থেকে উভয়পক্ষ ফের মুখোমুখি অবস্থানে থাকায় যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। 

ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি বাচ্চু মোল্লা জানান, সিএনজি চালকরা তাদের ৫টি বাস ভাঙচুর ও ২০ জন বাস শ্রমিককে আহত করেছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

অন্যদিকে সিএনজি মালিক চুন্নু,আলাউদ্দিন ও আবু তাহের মিয়া  দাবি করেন, বাস শ্রমিকরা তাদের ১০ টি সিএনজি ভাঙচুর ও ১২ জনকে পিটিয়ে আহত করেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন আহমেদ পারভেজ বাসস'কে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০