বাস ও সিএনজি চালকদের দ্বন্দ্বে ভোলার ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:১০
ভোলা বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বে ভোলার ৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ। ছবি: বাসস

ভোলা, ৫ মে, ২০২৫ (বাসস) : যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ভোলা বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বে ভোলার ৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন।

গতকাল রোববার (৪ মে) রাতে ভোলার বাংলাবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনার সূত্র হয়। এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে।

বাস শ্রমিকরা অভিযোগ করেন, ভোলা সদরের বাংলাবাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠায় সিএনজি চালকরা। এ সময় বাসের হেলপাররা সিএনজি চালকদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েকটি বাস ও সিএনজি ভাঙচুর করা হয়।  

এ ঘটনায় বাস শ্রমিকদের মারধর করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় ভোলার বাস শ্রমিক ইউনিয়ন। তারা রোববার রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে। রাতে ছড়িয়ে পড়া এ সংঘর্ষ আজ সকালেও চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৮টি  রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সরেজমিন আজ সকাল ৯টায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষ ব্যাটারিচালিত রিকশায় করে আসা-যাওয়া করছে। এতে ভোগান্তির পাশাপাশি তাদের প্রচুর ভাড়াও গুনতে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। 

এ ঘটনার বিচার চেয়ে উভয় পক্ষ রোববার রাতভর বিক্ষোভ প্রদর্শন করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

আজ সকাল থেকে উভয়পক্ষ ফের মুখোমুখি অবস্থানে থাকায় যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। 

ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি বাচ্চু মোল্লা জানান, সিএনজি চালকরা তাদের ৫টি বাস ভাঙচুর ও ২০ জন বাস শ্রমিককে আহত করেছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

অন্যদিকে সিএনজি মালিক চুন্নু,আলাউদ্দিন ও আবু তাহের মিয়া  দাবি করেন, বাস শ্রমিকরা তাদের ১০ টি সিএনজি ভাঙচুর ও ১২ জনকে পিটিয়ে আহত করেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন আহমেদ পারভেজ বাসস'কে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা মামলায় তিন আসামিকে বাদ দেওয়া ‘রহস্যজনক’ : যুবদল
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত
১০