শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:২০
প্রতীকী ছবি

মাদারীপুর, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

আজ ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের কন্যা। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল। জান্নাতুল গত শনিবার (৩ মে) দুপুরে ফুপাতো বোনকে নিয়ে গোসল করতে নেমে  স্রোতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানায়, আজ ভোরে চর কামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন জান্নাতুলকে শনাক্ত করে। মরদেহ পাওয়ার পর এলাকায় শোকের মাতম ওঠে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার আড়িয়াল খাঁ সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়ি বেড়াতে আসে জান্নাতুল। ঘটনার দিন দুপুর ২ টার দিকে ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন তাবাসসুম (৭) কে  নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল সে। গোসল করার সময় অসতর্ক অবস্থায় স্রোতের ভেতরে চলে যায়। এসময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে পারেনি। পরে বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। নিখোঁজের দুইদিন পর আজ ভোরে ঘটনাস্থল  থেকে কয়েক কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে উঠে।

জান্নাতুলের চাচা মো. সোহেল বলেন, ‘আজ ভোরে পানিতে ভেসে ওঠে আমার ভাতিজির লাশ।  স্রোতের টানে ভাটিতে চলে গিয়েছিলো। এজন্য শনিবার খুঁজে পাইনি!'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রতন শেখ জানান, শনিবার নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ নৌপুলিশ আজ নদী থেকে উদ্ধার করেছে। লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০