শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:২০
প্রতীকী ছবি

মাদারীপুর, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

আজ ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের কন্যা। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল। জান্নাতুল গত শনিবার (৩ মে) দুপুরে ফুপাতো বোনকে নিয়ে গোসল করতে নেমে  স্রোতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানায়, আজ ভোরে চর কামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন জান্নাতুলকে শনাক্ত করে। মরদেহ পাওয়ার পর এলাকায় শোকের মাতম ওঠে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার আড়িয়াল খাঁ সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়ি বেড়াতে আসে জান্নাতুল। ঘটনার দিন দুপুর ২ টার দিকে ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন তাবাসসুম (৭) কে  নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল সে। গোসল করার সময় অসতর্ক অবস্থায় স্রোতের ভেতরে চলে যায়। এসময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে পারেনি। পরে বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। নিখোঁজের দুইদিন পর আজ ভোরে ঘটনাস্থল  থেকে কয়েক কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে উঠে।

জান্নাতুলের চাচা মো. সোহেল বলেন, ‘আজ ভোরে পানিতে ভেসে ওঠে আমার ভাতিজির লাশ।  স্রোতের টানে ভাটিতে চলে গিয়েছিলো। এজন্য শনিবার খুঁজে পাইনি!'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রতন শেখ জানান, শনিবার নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ নৌপুলিশ আজ নদী থেকে উদ্ধার করেছে। লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা মামলায় তিন আসামিকে বাদ দেওয়া ‘রহস্যজনক’ : যুবদল
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত
১০