সাতক্ষীরার তালায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:৪৪
প্রতীকী ছবি

সাতক্ষীরা, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সেলিনা বেগম (৪৫) হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো: রহমত খাঁ’র স্ত্রী।

নিহতের দুলাভাই মো: আবুল কাশেম জানান, গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি স্থানীয় বাজারে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার ভোরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ ও অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

তিনি আরো বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি জনগণের শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী : মঈন খান
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব অনুষ্ঠিত
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
রুটের সেঞ্চুরি ও বুমরাহর ৫ উইকেটের পর ভারতের লড়াই
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
১০