সাতক্ষীরার তালায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:৪৪
প্রতীকী ছবি

সাতক্ষীরা, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সেলিনা বেগম (৪৫) হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো: রহমত খাঁ’র স্ত্রী।

নিহতের দুলাভাই মো: আবুল কাশেম জানান, গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি স্থানীয় বাজারে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার ভোরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ ও অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

তিনি আরো বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আইএমও কাউন্সিলে সমর্থনের প্রত্যাশায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজ
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই 
দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে রিশাদ
ময়মনসিংহে ৫,৪৪৬ কেজি পলিথিন জব্দ
টি-টোয়েন্টি বাংলাদেশে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন
ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩
বিভক্তিতে স্বৈরাচার ফেরার পথ সুগম হবে : ডা. জাহিদ 
১০