রাজশাহীতে ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:৫৭

রাজশাহী, ৫ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী বিভাগের ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য অধিদপ্তর। সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন বাসসকে জানান, যেসব মিল মালিক চুক্তি করেও চাল সরবরাহ করেননি, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, সতর্ক করা হয়েছে আরও ৯১৩টি রাইস মিলের মালিককে। কারণ তারা ধান-চাল সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেননি।

খাদ্য নিয়ন্ত্রক জানান, চুক্তি করেও মোট ১৬২টি চালকল মালিক যথাযথভাবে চাল সরবরাহ করেননি। তাদের মধ্যে ৩০ জন শর্তের ৮০ শতাংশ এবং ৭১ জন ৫০ শতাংশ চাল সরবরাহ করেছেন। আর ৬১ জন কোনো চাল সরবরাহ করেনি। আর যেসব মালিক সরকারের সঙ্গে চুক্তি করেননি, তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিভাগে আমন মৌসুমে ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বাস্তবে সংগ্রহ করা হয়েছে ৯৪ হাজার ৭০৭ টন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০