রাজশাহীতে ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:৫৭

রাজশাহী, ৫ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী বিভাগের ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য অধিদপ্তর। সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন বাসসকে জানান, যেসব মিল মালিক চুক্তি করেও চাল সরবরাহ করেননি, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, সতর্ক করা হয়েছে আরও ৯১৩টি রাইস মিলের মালিককে। কারণ তারা ধান-চাল সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেননি।

খাদ্য নিয়ন্ত্রক জানান, চুক্তি করেও মোট ১৬২টি চালকল মালিক যথাযথভাবে চাল সরবরাহ করেননি। তাদের মধ্যে ৩০ জন শর্তের ৮০ শতাংশ এবং ৭১ জন ৫০ শতাংশ চাল সরবরাহ করেছেন। আর ৬১ জন কোনো চাল সরবরাহ করেনি। আর যেসব মালিক সরকারের সঙ্গে চুক্তি করেননি, তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিভাগে আমন মৌসুমে ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বাস্তবে সংগ্রহ করা হয়েছে ৯৪ হাজার ৭০৭ টন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০