কাঠামোগত সংস্কারের দাবিতে কুষ্টিয়ায় বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি পালন

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:১৩
সোমবার কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিভিন্ন দাবির প্রেক্ষিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগ সংশ্লিষ্ট কর্মচারীরা। ছবি : বাসস

কুষ্টিয়া, ৫ মে, ২০২৫ (বাসস) : বিচার বিভাগে কর্মচারী বান্ধব অবকাঠামো সংস্কার, বেতন-ভাতার উন্নয়ন এবং স্বতন্ত্র নিয়োগবিধির দাবিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু, সহ-সভাপতি ফজলুর রহমান, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানসহ বিচার বিভাগীয় কর্মচারীরা অংশ নেন।

বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু বলেন, সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক সচিবালয় গঠন করে অধীনস্থ  আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের "বিচার বিভাগের সহায়ক কর্মচারী" হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে তাদের ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি এবং পুরোনো পদের পরিবর্তে যুগোপযোগী পদ সৃষ্টি করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে।

আদালত সহায়ক কর্মচারীদের সংগঠন বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার সভাপতি ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো উপেক্ষিত থাকায় তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০