নেত্রকোনার খালিয়াজুরীতে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ শুরু 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৫০ আপডেট: : ০৫ মে ২০২৫, ১৭:০৩
জেলার খালিয়াজুরী উপজেলায় আজ অভ্যন্তরীন বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ শুরু। ছবি : বাসস

নেত্রকোনা, ৫ মে ২০২৫ (বাসস): জেলার খালিয়াজুরী উপজেলায় আজ অভ্যন্তরীণ বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ শুরু হয়েছে। এ বছর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে মোট ১ হাজার ৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

আজ সোমবার দুপুর বারোটায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অভ্যন্তরীণ বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ কার্যক্রম উদ্বোধন করেন খালীয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি মো. উজ্জল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, কৃষক দল নেতা পান্ডব সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লা ও সদস্য সচিব সোহান বিন নবাব প্রমুখ-সহ এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

খালিয়াজুড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফুর রহমান জানান, সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকা দরে প্রতি মন ধান ক্রয় করা হচ্ছে। এ বছর খালিয়াজুরী উপজেলায় ৪৯০ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। 

তিনি জানান, অনলাইনে কৃষকদের থেকে আবেদন সংগ্রহ করে তা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে ধান ক্রয় করা হবে। আজ মোহাম্মদ মিরাশ আলী ও আরাধন মিয়া নামের দুইজনের নিকট থেকে  ধান ক্রয় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০