নেত্রকোনার খালিয়াজুরীতে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ শুরু 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৫০ আপডেট: : ০৫ মে ২০২৫, ১৭:০৩
জেলার খালিয়াজুরী উপজেলায় আজ অভ্যন্তরীন বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ শুরু। ছবি : বাসস

নেত্রকোনা, ৫ মে ২০২৫ (বাসস): জেলার খালিয়াজুরী উপজেলায় আজ অভ্যন্তরীণ বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ শুরু হয়েছে। এ বছর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে মোট ১ হাজার ৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

আজ সোমবার দুপুর বারোটায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অভ্যন্তরীণ বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ কার্যক্রম উদ্বোধন করেন খালীয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি মো. উজ্জল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, কৃষক দল নেতা পান্ডব সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লা ও সদস্য সচিব সোহান বিন নবাব প্রমুখ-সহ এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

খালিয়াজুড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফুর রহমান জানান, সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকা দরে প্রতি মন ধান ক্রয় করা হচ্ছে। এ বছর খালিয়াজুরী উপজেলায় ৪৯০ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। 

তিনি জানান, অনলাইনে কৃষকদের থেকে আবেদন সংগ্রহ করে তা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে ধান ক্রয় করা হবে। আজ মোহাম্মদ মিরাশ আলী ও আরাধন মিয়া নামের দুইজনের নিকট থেকে  ধান ক্রয় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি জনগণের শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী : মঈন খান
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব অনুষ্ঠিত
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
রুটের সেঞ্চুরি ও বুমরাহর ৫ উইকেটের পর ভারতের লড়াই
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
১০