পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৫৯
পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ মে ২০২৫ (বাসস): পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা পাট অধিদপ্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। এতে সভাপতিত্ব করেন জেলা পাট কর্মকর্তা কে এম আব্দুল লতিফ।

জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, ‘পাট আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। পরিবেশবান্ধব এই পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা জরুরি। পাট চাষ ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন, মুখ্য পাট পরিদর্শক আলাউদ্দিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং হাটগোপালপুর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন।

বক্তারা পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার, চাষিদের সমস্যা ও সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাটচাষি ও উদ্যোক্তারা অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি জনগণের শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী : মঈন খান
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব অনুষ্ঠিত
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
রুটের সেঞ্চুরি ও বুমরাহর ৫ উইকেটের পর ভারতের লড়াই
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
১০