ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৭:৩৬ আপডেট: : ০৫ মে ২০২৫, ১৮:১০

ব্রাহ্মণবাড়িয়া, ৫ মে, ২০২৫ (বাসস) : জেলার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব নামের ১৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এর আগে, রোববার গভীর রাতে ওই সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন বর্মণ নামে ৩৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, রোববার মধ্যরাতের দিকে জেলার কসবার মাদলা সীমান্তে বিএসএফ’র গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লা এবং ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠায়। সকালে সাকিব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানা যায়নি।

মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত তরুণের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি। কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা জানার চেষ্টা করছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, রোববার রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতকানিয়ায় নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
বিএনপি জনগণের শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী : মঈন খান
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব অনুষ্ঠিত
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
রুটের সেঞ্চুরি ও বুমরাহর ৫ উইকেটের পর ভারতের লড়াই
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
১০