চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৭:৪৪

চট্টগ্রাম, ৫ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদের পাশে পুকুরে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা শিশুরা হলেন- স্থানীয় সুবেদার বাড়ি এলাকার প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৪) ও একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ (৫)।

জানা যায়, শিশু দুটি প্রতিদিনের মতো বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলছিল। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন খুঁজতে গেলে তাদের পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম জানান, শিশু দুটি সবসময় একসঙ্গে খেলাধুলা করতো। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নামলে সবার অগোচরে তারা তলিয়ে যায়। 

স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০