বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কাউকে ফুটপাত থেকে সড়কে না নামার আহ্বান মির্জা ফখরুলের  

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২০:৪৬
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন। 

ইতোমধ্যে, লন্ডনে তাকে বিদায় জানিয়েছেন তাঁর ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিন মাস ৫ দিন পর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন - এই উচ্ছ্বাসে দলীয় নেতা কর্মীরা স্বাভাবিকভাবেই তাঁকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিবে। 

এজন্য বিমান বন্দর সড়কে যানজটও হতে পারে এই বিবেচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার এক জরুরি বার্তায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দু’ধারের ফুটপাত থেকে সড়কে না নামার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন যে, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামীকাল মঙ্গলবার সকালে সাড়ে ১০টা নাগাদ বেগম খালেদা জিয়া দেশে এসে পৌঁছাবেন। 

তিনি জানান, ‘আগামীকাল মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতা-কর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি।’

মির্জা ফখরুল তার পোস্টে আরো লিখেছেন, ‘কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০