ঢাকার ৩৩টি খালকে দখল, দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে: ডিএনসিসি প্রশাসক 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২১:২১
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): ঢাকা শহরের ৩৩টি খাল ও লেকগুলো দূষণ ও দখলমুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য সেচ্ছাসেবক নিয়োগ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ সোমবার ঢাকা শহরের ৩৩টি খাল ও লেকগুলোর দুই পাড়ে বৃক্ষরোপণ কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্তকরণ সভায় তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ এজাজ এসময় আরও বলেন, ডিএনসিসির আওতাধীন ২৯টি খালের পাশাপাশি রাজউকের আওতাধীন লেকগুলোতে এবং ঢাকা দক্ষিণের ৪ টি খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের কাজ করবে সংস্থাটির নিয়োগকৃত সেচ্ছাসেবকগণ।

ডিএনসিসির সাথে খাল দখল, দূষণ মুক্ত রাখা এবং খালের দুইপাড়ে গাছ লাগানোর কাজ করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারা হলো, রিভার এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট বাংলাদেশ, গ্রিন ভয়েস, কমিউনিটি ভলান্টিয়ার্স, কমিউনিটি টাউন ফেডারেশন, নগরাবাদ, সি ডি সি, আশার আলো, ইয়ুথ মেন্টর, ব্রাইটস, আলোকিত করি, ফিনিস মনডিএল বাংলাদেশ, ইউ এন ডি পি, লাল সবুজ সোসাইটি, ইয়ং ক্লাইমেট নেটওয়ার্ক, ইকো টাউন নেটওয়ার্ক গ্লোবাল এবং ওএবি ফাউন্ডেশন। 

সেচ্ছাসেবকগণের মাঝে তাদের সুবিধা অনুযায়ী খালের অংশ সমূহ বণ্টন করে দেয়া হয়, যাতে তারা ডিএনসিসির সাথে সমন্বয় করে খাল দখল, দূষণমুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগানোর কাজে সহায়তা করতে পারে।

উপস্থিত স্বেচ্ছাসেবকদের মধ্যে একজনের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরের পুকুরগুলো খুব শিগগিরই দৃষ্টিনন্দন হবে। ঢাকার জেলা প্রশাসক কিছুদিনের মধ্যে কয়েকটি পুকুর খনন করে পাড় বাঁধাই করে জনগণের জন্য উন্মুক্ত করবেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা এবং সেচ্ছাসেবকবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০