গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা : ৫৪ জন আটক

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২২:০৮
ফাইল ছবি

গাজীপুর, ৫ মে, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গাজীপুর বাসন থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির গাজীপুর মহানগরের প্রতিনিধি খন্দকার আল-আমিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এনসিপির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আল-আমিন জানান, হামলার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে। রোববার সন্ধ্যায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৫৪ জনকে আটক করে পুলিশ। 

রোববার থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনো অভিযান চলছে বলে জানায় পুলিশ। আটককৃতরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান বাসসকে জানান, আটককৃতদের বিভিন্ন তথ্য যাচাই করে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর গাড়ি চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০