নড়াইলে অস্ত্রসহ ৩ জন আটক 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ০০:০৪

নড়াইল, ৫ মে, ২০২৫ (বাসস) : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকালে উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

নড়াগাতি থানার ওসি মো: শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কলাবাড়িয়া গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদেও কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১০টি রামদা ও ১৮টি দেশীয বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 
শরিফুল ইসলাম আরও বলেন, এসব অস্ত্র নিয়ে স্থানীয় লোকজন গ্রামে প্রায়ই বিবদমান দ্বন্দ্ব-সংঘাতে জড়াত। নড়াগাতি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলেন কলাবাড়িয়া গ্রামের জাহিদুল শেখ (৫০), জুলফিকার আলী (৪৫), শাহাবুদ্দিন শেখ (৪০)। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
বিজয় মিছিলে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
১০