দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও আহত ১৫ জন

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:২৯

দিনাজপুর, ৬ মে, ২০২৫(বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাত নারী নিহত এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ৭ ভর্তি পরীক্ষার্থী সহ ১৫ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন পরীক্ষার্থীকে আইসিইউতে ভর্তি করা হয়।

হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সোমবার রাত ১০ টায় দিনাজপুর-দশমাইল সড়কে হাবিপ্রবি’র অদূরে সাত মাইল নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের তথা বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। 

আহত ৭ শিক্ষার্থী হলো,কুড়িগ্রামের উলিপুরের বায়েজিদ (১৯) ও রাসেল (২০) , ঝিনাইদহের কালীগঞ্জের আদিবুন সাদ (২০) সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হানজালা সরকার (১৯)র্ , রংপুরের মহিপুরের মাসফিকুর (১৯), নীলফামারী জলঢাকা উপজেলার কৌমড়ী ইউনিয়নের পিংকি রায় (১৯) আরেকজন নারী শিক্ষার্থী লালমনিরহাট সদর উপজেলার সায়েদ নুর (২০)।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফুয়াদ হাসান গতকাল সোমবার রাতে অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহতদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতালে জরুরী বিভাগ সূত্রে জানানো হয়েছে।

জেলার দশমাইল হাইওয়ে থানার পুলিশের এসআই রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০