রাজবাড়ীতে ভিডিপি সদস্যদের ২৮ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৪:১৫
ছবি : বাসস

রাজবাড়ী, ৬ মে, ২০২৫ (বাসস) : রাজবাড়ী জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ে ভিডিপি সদস্যদের ২৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মুসতারী জাহান ফেরদৌস।

২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৫৪ জন ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, সামাজিক অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

জনগণকে সচেতন করার দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে সাইবার অপরাধ  আমাদের সামাজিক পরিবেশকে কলুষিত করে তুলেছে।  তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায়  নিয়ে আসার কৌশলের ব্যাপারে  সচেতন হতে হবে।

জেলা কমান্ড্যান্ট মুশতারী জাহান বলেন, প্রশিক্ষণের সময় আমাদের ভিডিপি সদস্যদেরকে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে করণীয় ও বর্জনীয় বিষয়ে অবহিত করা হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আল আমিন ও মোহাম্মদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০