রাজবাড়ীতে ভিডিপি সদস্যদের ২৮ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৪:১৫
ছবি : বাসস

রাজবাড়ী, ৬ মে, ২০২৫ (বাসস) : রাজবাড়ী জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ে ভিডিপি সদস্যদের ২৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মুসতারী জাহান ফেরদৌস।

২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৫৪ জন ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, সামাজিক অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

জনগণকে সচেতন করার দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে সাইবার অপরাধ  আমাদের সামাজিক পরিবেশকে কলুষিত করে তুলেছে।  তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায়  নিয়ে আসার কৌশলের ব্যাপারে  সচেতন হতে হবে।

জেলা কমান্ড্যান্ট মুশতারী জাহান বলেন, প্রশিক্ষণের সময় আমাদের ভিডিপি সদস্যদেরকে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে করণীয় ও বর্জনীয় বিষয়ে অবহিত করা হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আল আমিন ও মোহাম্মদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০