ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:০৪
৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে।ছবি: বাসস

ভোলা, ৬ মে, ২০২৫ (বাসস): ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাতে ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। 

আটকৃত মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ও ভোলা পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল, ৫টি দেশী অস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
১০