১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে শিলাইদহে 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:৩৩
রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস): এ বছর আগামী ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান কুষ্টিয়ার শিলাইদহে অনুষ্ঠিত হবে। 

এছাড়া বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর, খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগেও রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদ্‌যাপিত হবে।

এবারের রবীন্দ্র জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। 

শিলাইদহে ৩ (তিন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন গবেষক ও অধ্যাপক মনসুর মুসা।

দিবসটি উপলক্ষে ঢাকায় সকল সড়কদ্বীপ ও সকল জেলায় বিশ্বকবির  ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্বকবির ওপর নির্মিত ডকুমেন্টারি ও চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করবে। 

বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। 

অন্যান্য জেলায় জেলা প্রশাসকরা স্থানীয় রবীন্দ্র গবেষক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজনের সহযোগিতায় কমিটি গঠন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপন করবে। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। 

বাংলাদেশের বৈদেশিক দূতাবাসসমূহে দিবসটি যথাযথভাবে উদ্‌যাপন করা হবে। 

দিবসটি পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ৬০০ স্মরণিকা ও ২০,০০০ পোস্টার মুদ্রণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০