কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে দুই ছাত্রী ও এক কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:৩২ আপডেট: : ০৬ মে ২০২৫, ১৮:০২

কিশোরগঞ্জ, ৬ মে, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক বজ্রপাতে আজ মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় দুই স্কুল শিক্ষার্থী ও মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো, উপজেলার চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) । অপর ব্যক্তি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির মোতালেব মিয়ার ছেলে কডু মিয়া (৩৫)।

জানা গেছে, দুপুর ১২টার দিকে ঝড়সহ বৃষ্টি চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি এলাকায় ধানের কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হয় কৃষক কডু মিয়া। তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আলম এসব বিষয় নিশ্চিত করেছেন। তারা জানান, মরদেহগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০