নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:০৯
প্রতীকী ছবি

নওগাঁ, ৬ মে ২০২৫ (বাসস): জেলার আত্রাই উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে শিমুল হোসেন (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভরতেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল হোসেন জেলার রানীনগর উপজেলার পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলার রানীনগর এলাকা থেকে ধানের তুষ বোঝাই একটি ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভরতেতুলিয়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তায় উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিমুল হোসেন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ভটভটি চালক ইয়ামিন এবং বেলাল হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহত শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০