নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:০৯
প্রতীকী ছবি

নওগাঁ, ৬ মে ২০২৫ (বাসস): জেলার আত্রাই উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে শিমুল হোসেন (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভরতেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল হোসেন জেলার রানীনগর উপজেলার পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলার রানীনগর এলাকা থেকে ধানের তুষ বোঝাই একটি ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভরতেতুলিয়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তায় উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিমুল হোসেন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ভটভটি চালক ইয়ামিন এবং বেলাল হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহত শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
১০