খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবস 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:১৬
খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবস । ছবি : বাসস

খাগড়াছড়ি, ৬ মে ২০২৫ (বাসস): জেলায় আজ বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন, প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর খাগড়াছড়ি উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। 

আরও বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচাক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা প্রমুখ।

মাঠ দিবসে বক্তারা বলেন, প্রায়োগিক পরীক্ষণ মাঠে বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ চাষ করা হয়। ফলাফল হিসেবে দেখা যায় বিনা ধান-২৫ এর ফলন সবচেয়ে বেশি হয়েছে যার হেক্টর প্রতি ফলন সাড়ে সাত মেট্রিকটন। তারা বোরো মৌসুমে কৃষকদের বিনা ধান-২৫ চাষের পরামর্শ দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
১০