খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবস 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:১৬
খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবস । ছবি : বাসস

খাগড়াছড়ি, ৬ মে ২০২৫ (বাসস): জেলায় আজ বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন, প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর খাগড়াছড়ি উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। 

আরও বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচাক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা প্রমুখ।

মাঠ দিবসে বক্তারা বলেন, প্রায়োগিক পরীক্ষণ মাঠে বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ চাষ করা হয়। ফলাফল হিসেবে দেখা যায় বিনা ধান-২৫ এর ফলন সবচেয়ে বেশি হয়েছে যার হেক্টর প্রতি ফলন সাড়ে সাত মেট্রিকটন। তারা বোরো মৌসুমে কৃষকদের বিনা ধান-২৫ চাষের পরামর্শ দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০