টাঙ্গাইলে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:৪৭
ছবি : বাসস

টাঙ্গাইল, ৬ মে, ২০২৫ (বাসস) : জেলার মির্জাপুর উপজেলায় আজ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজির)-এর মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হানের সভাপতিত্ব বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর যুগ্ম-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আবু নাসের বেগ।

বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ রাশেদুল ইসলাম।

এ সময় আরোও উপস্থিত ছিলেন বুনিয়াদি কোর্সের সহকারী প্রশিক্ষক ও মির্জাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রমুখ।

মির্জাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০