সাতক্ষীরায় ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ করেছে বিজিবি 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:২৯

সাতক্ষীরা, ৬ মে ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার কয়েকটি সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার দিনব্যাপী সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বাঁকাল চেকপোস্ট, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল নতুনপাড়া নামক সীমান্ত থেকে ১৫০ পিস ভারতীয় কাটাগ্রা (নেশা জাতীয়) ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানিক দল বিহারীনগর ও তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল চৌরঙ্গী মোড় নামক স্থান ভারতীয় ঔষধ, বাঁকাল চেকপোস্ট এর বিশেষ অভিযানিক দল শশাডাঙ্গা এলাকা হতে এবং ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল লক্ষীদাড়ি নামক সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল গেড়াখালী মোড় থেকে ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ভারতীয় ঔষধ জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৪৯ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা ওইসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দকৃত মাদক সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০