নোবিপ্রবি উপাচার্য ও জাইকা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৩২
নোবিপ্রবি উপাচার্য ও জাইকা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: বাসস

নোয়াখালী, ৬ মে, ২০২৫ (বাসস): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) প্রধান প্রতিনিধি (বাংলাদেশ অফিস) ইচিগুচি তোমোহিদে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উভয়ের মাঝে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে পানির লবণাক্ততা দূরীকরণে জাইকা প্রধানের সহযোগিতা কামনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জাইকা প্রধানকে নোবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, এর আগে নোবিপ্রবি উপাচার্য ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ফিফ্থ জাইকা লেকচার ‘দ্য হিস্ট্রি এন্ড ফিউচার অব নার্সিং ইন জাপান এন্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। 

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নার্সিংকে মানুষের জন্য একটি কল্যাণকর সেবামূলক পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নার্সিংয়ের মাধ্যমে সমাজের বয়োজ্যেষ্ঠ, গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো, সেবা প্রদান তথা জনহিতকর কাজের সুযোগ প্রসারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০