নোবিপ্রবি উপাচার্য ও জাইকা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৩২
নোবিপ্রবি উপাচার্য ও জাইকা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: বাসস

নোয়াখালী, ৬ মে, ২০২৫ (বাসস): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) প্রধান প্রতিনিধি (বাংলাদেশ অফিস) ইচিগুচি তোমোহিদে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উভয়ের মাঝে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে পানির লবণাক্ততা দূরীকরণে জাইকা প্রধানের সহযোগিতা কামনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জাইকা প্রধানকে নোবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, এর আগে নোবিপ্রবি উপাচার্য ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ফিফ্থ জাইকা লেকচার ‘দ্য হিস্ট্রি এন্ড ফিউচার অব নার্সিং ইন জাপান এন্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। 

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নার্সিংকে মানুষের জন্য একটি কল্যাণকর সেবামূলক পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নার্সিংয়ের মাধ্যমে সমাজের বয়োজ্যেষ্ঠ, গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো, সেবা প্রদান তথা জনহিতকর কাজের সুযোগ প্রসারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
বিজয় মিছিলে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
১০