নোবিপ্রবি উপাচার্য ও জাইকা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৩২
নোবিপ্রবি উপাচার্য ও জাইকা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: বাসস

নোয়াখালী, ৬ মে, ২০২৫ (বাসস): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) প্রধান প্রতিনিধি (বাংলাদেশ অফিস) ইচিগুচি তোমোহিদে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উভয়ের মাঝে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে পানির লবণাক্ততা দূরীকরণে জাইকা প্রধানের সহযোগিতা কামনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জাইকা প্রধানকে নোবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, এর আগে নোবিপ্রবি উপাচার্য ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ফিফ্থ জাইকা লেকচার ‘দ্য হিস্ট্রি এন্ড ফিউচার অব নার্সিং ইন জাপান এন্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। 

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নার্সিংকে মানুষের জন্য একটি কল্যাণকর সেবামূলক পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নার্সিংয়ের মাধ্যমে সমাজের বয়োজ্যেষ্ঠ, গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো, সেবা প্রদান তথা জনহিতকর কাজের সুযোগ প্রসারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০