চট্টগ্রামে ‘কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৪৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ মে ২০২৫ (বাসস) : ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার‘ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক এক সেমিনার এখানে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করেন। 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে ও হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা জানান, এ অফিসের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে চলতি বছরের মার্চ মাসে নারী-পুরুষ মিলে ১০ হাজার ৮৬ জন বিদেশে গেছেন এবং মার্চ মাসে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৫৮ জন। তন্মধ্যে পুরুষ ৩ লাখ ১৫ হাজার ৯৯৩ জন ও মহিলা ২১ হাজার ৬৫ জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে  ৪ হাজার ৭১২ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। ডিইএমও চট্টগ্রাম থেকে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে গত মার্চে রেজিস্ট্রেশন করেছিল ৫ হাজার ৬৫৬ জন, ফিঙ্গার দিয়েছে ৩ হাজার ৮২৩ জন, স্মার্ট কার্ড পেয়েছে ২ হাজার ৩৩৭ জন এবং পিডিও ১ হাজার ৯৮৩ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় বিকেটিটিসি, মহিলা টিটিসিসহ অন্যান্য টিটিসিগুলো অভিবাসন প্রত্যাশী কর্মীদের প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ প্রদান করে থাকেন। 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, দেশের অর্থনীতির মেরুদন্ড রেমিট্যান্স। প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিট্যান্স দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম পন্থা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। 

তিনি বলেন, উন্নয়নের জন্য দক্ষতার প্রয়োজন আর দক্ষতার উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি কোম্পানিরও উৎপাদন বাড়বে। এজন্য প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। জনগণকে সচেতন করতে বিভিন্ন স্কুল-কলেজে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সভা-সেমিনারের তাগিদ দেন তিনি।  

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া ও মহিলা টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম। 

শুরুতে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০