জাপানে নার্সিংয়ের উন্নয়নে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ ঢাবি উপাচার্যের

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৯:১২
ছবি : বাসস

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দেশের নার্সিং পেশার উন্নয়নে শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘দি হিস্ট্রি এন্ড ফিউচার অব নাসিং ইন জাপান এন্ড বাংলাদেশ’ শীর্ষক ৫ম জাইকা চেয়ার লেকচার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস-এর সাবেক সভাপতি ও জাপানের ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জাপান ভিজিটিং নার্সিং ফাউন্ডেশনের সভাপতি ডা. ইয়াওই তামুরা এবং মি প্রি-ফেকচুয়াল কলেজ অব নার্সিং এর সভাপতি ডা. নোরিকো কাতাদা অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জাপানিজ স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. দিলরুবা শারমিন স্বাগত বক্তৃতা করেন।

ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি মূল প্রবন্ধে টেকসই উন্নয়নে নার্সিং পেশার ভূমিকা, নার্সিং পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ
নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
বিজয় মিছিলে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
১০