জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা চূড়ান্ত অনুমোদন

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৯:৪৭
ছবি : পিআইডি

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস): জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে এখনো সেই সেলাইমেশিন ও পাটের বস্ত্র বানানোকেই উদ্যোক্তা হিসেবে নেয়। কিন্তু বর্তমানে উদ্যোক্তা বিষয়টি পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গেছে। এমনকি আমাদের ছোট অনেকে আছেন যাদের ভালো ভালো স্টার্টআপ আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে কিন্তু সরকার এদিক থেকে অনেক পিছিয়ে ছিল।

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ এর আওতায় নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতে একটি কাঠামো প্রস্তুত করা হবে।

তিনি জানান, প্রতি বছর শ্রমবাজারে ২২ লাখ তরুণ প্রবেশ করে। সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে ১২ লাখের কর্মসংস্থান হচ্ছে। এ কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০