খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন সারজিস আলম

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৯:৫১
খালেদা জিয়া ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন।

সারজিস আলম বলেন, 'আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোষহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।' বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সারজিস আলম।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চারমাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ সকালে দেশে ফিরেছেন। খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান ঢাকায় ফিরেছেন।

বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) সকাল ১০টা ৪৩ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা ১১ টা ২০ মিনিটে গুলশানের বাসার উদ্দেশে রওয়ানা দেয় বেগম খালেদা জিয়ার গাড়ির বহর। পথে পথে অগণিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে ১ ঘন্টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে গুলশান-২ এর বাসভবন ফিরোজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার গাড়ির বহর।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। দলীয় চেয়ারপারর্সনকে একনজর দেখতে এবং তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে।

বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন ফুটপাতে। অনেকেই হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাদের শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা।

পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পুলিশ ও চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এর আগে সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে (বাংলাদেশ সময় সোয়া নয়টা) খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতিমা বেগম। খালেদা জিয়া কারাবন্দী থাকা অবস্থায় ফাতিমা তাঁর সঙ্গে ছিলেন।

লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা সেখানে খালেদা জিয়াকে চিকিৎসা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ আসামি গ্রেফতার
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ জরুরি : চসিক মেয়র
ঝটিকা মিছিলের প্রস্তুতি : রাজধানীতে গ্রেফতার আ.লীগের ১২ নেতাকর্মী কারাগারে
১০