মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:০১

মেহেরপুর, ৬ মে ২০২৫ (বাসস) : জেলার গাংনী উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় মুনতাছির জামান (১২) ও তারিক হোসেন (২৬) নামের দুইজন মারা গেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার তেরাইল ও কামারখালি এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাছির জামান জেলার গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং ছাতিয়ান বাওট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। অন্যদিকে, নিহত তারিক হোসেন একই উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাজিপুর কলেজের ছাত্র।

পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানান, উপজেলার কামারখালি গ্রামের একটি ব্রিজের কাছে ইটবোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মুনতাছির জামান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

অন্যদিকে, গাংনী উপজেলার তেরাইলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র তারিক হোসেন, সোহাগ হোসেন ও আমজাদ হোসেন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তারিক ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ায় নেওয়ার পথে তারিক হোসেন মারা যান।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৫ সহযোগী গ্রেপ্তার
১০