মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:০১

মেহেরপুর, ৬ মে ২০২৫ (বাসস) : জেলার গাংনী উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় মুনতাছির জামান (১২) ও তারিক হোসেন (২৬) নামের দুইজন মারা গেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার তেরাইল ও কামারখালি এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাছির জামান জেলার গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং ছাতিয়ান বাওট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। অন্যদিকে, নিহত তারিক হোসেন একই উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাজিপুর কলেজের ছাত্র।

পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানান, উপজেলার কামারখালি গ্রামের একটি ব্রিজের কাছে ইটবোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মুনতাছির জামান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

অন্যদিকে, গাংনী উপজেলার তেরাইলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র তারিক হোসেন, সোহাগ হোসেন ও আমজাদ হোসেন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তারিক ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ায় নেওয়ার পথে তারিক হোসেন মারা যান।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০