নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:৫০
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ, ৬ মে ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।

মামলার ৮ আসামীর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ বরুমদী এলাকার আব্দুস সামাদ মুন্সীর ছেলে মো. ইকবাল হোসেন (৩৭), বন্দরের নূর ইসলামের ছেলে মো. স্বপন (৪৯), কুমিল্লার মুরাদনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সায়মন ওরফে ইউনুস মিয়া (২৬) ও মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকার মো. মুহিতুর রহমানের ছেলে মো. আনোয়ার হোসেন সানি (২৭)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার বাঙ্গারা বাজার এলাকার মো. রাসেল হোসেন (২৭) ও মুরাদনগর এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. হাছান আল মামুন (২২) । হকার লীগ নেতা আসাদুল ইসলাম আসাদ এবং মহসিন বেপারি আদালতের রায়ে খালাস পেয়েছেন।

নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাছুদা বেগম শম্পা বলেন, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরের বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন হকার জুবায়ের। এটি নারায়ণগঞ্জের একটি আলোচিত হত্যা মামলা। এ ঘটনায় নিহত জুবায়েরের মা মুক্তা বাদী হয়ে সদর মডেল থানায় ৮ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।

মামলার বাদী মুক্তা বেগম বলেন, সংসারের আর্থিক সহযোগিতার জন্য আমার একমাত্র ছেলে জুবায়েরকে ফুটপাতে দোকানে কাজে দেই। আমার ছেলে মাদরাসায় পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করতো। আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০