চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু ১৫ মে 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:৫৩
ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৬ মে ২০২৫ (বাসস): জেলায় আগামী ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম সংগ্রহ কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, ১৫ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম, ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী  এবং ২৮ জুন থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে। ১৫ মে সকালে মহলদারের বাগানে অনুষ্ঠানিকভাবে আম পাড়ার উদ্বোধন করা হবে।  

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম সভাপতিত্বে এ সভায় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, বিভাগীয় আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জেলা মার্কেটিং অফিসার রাশেদুজ্জামান প্রমুখ-সহ জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার জানান, জেলার চারটি উপজেলায় ২ হাজার ৩ শ’ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ভালো হয়েছে। এবার সাড়ে ৩৪ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আম চাষের সাথে জড়িত রয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, কোন অবস্থাতে বানিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া ও বাজারজাত করা যাবে না। কোন অবস্থাতেই সরকারের বেঁধে দেওয়া সময়ের পূর্বে গাছ থেকে আম পাড়া বা বাজারজাত করা যাবে না। এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোন রাসায়নিক উপাদান ব্যবহার করলে ও পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০