বাবলুর আর বর সাজা হলো না 

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:৫৫

সিলেট, ৬ মে, ২০২৫ (বাসস): বিয়ের দিনক্ষণ ঠিকঠাক। আগামী শুক্রবার বর সেজে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিলো বাবলুর। তাই চলছিলো আয়োজনের তোড়জোড়। কিন্তু, আজ একটি ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিয়ে তাকে পঠিয়ে দিলো গোরস্থানে। আনন্দের সব আয়োজন নিমিষেই পরিণত হলো শোকে।

আজ মঙ্গলবার বেলা ২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমদ বাবলুর (২৫) মৃত্যু হয়। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী শুক্রবার (৯মে) বাবলুর সঙ্গে একই উপজেলার গোটারগ্রামের আব্দুল হালিমের মেয়ের বিয়ে ঠিক করা ছিল। ইতোমধ্যে বিয়ের দাওয়াতপত্র আত্মীয়-স্বজনদের কাছে পৌঁছে গেছে। আজ কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন বাবলু। মোটরসাইকেলে ফেরার পথে বেলা সাড়ে ১১টায় আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় হোসাইন ও তার বন্ধু কাওসার গুরুতর আহত হন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মখলিছুর রহমান ছেলের মৃত্যু শোকস্তব্ধ কণ্ঠে জানান, এই ওজন অনেক ভারি। যে গেট দিয়ে আমার ছেলে বর সেজে কনে নিয়ে বাড়ি ফেরার কথা, সেই গেটে ছেলের লাশ ঢুকবে তা তিনি কল্পনাও করতে পারেনি। 

বিয়ে উপলক্ষে বাবলুর বাড়িতে এরই মধ্যে নিকটাত্মীয়রা এসে ভিড় করেছেন। পরিবারের সদস্যদেরকে কেউ দিচ্ছেন সাত্মনা, আবার অনেকে নিজেও কান্না করছেন। এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছেন এলাকাবাসী।

ওসি জানান, এই ঘটনায় কোনো মামলা এখনও হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০