স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এপ্রিল মাসে ৪৭৭ টি মামলা নিষ্পত্তি করেছে

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২৩:২৭

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৪৭৭টি মামলা নিষ্পত্তি করেছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে মোট গ্রেফতারকৃত ৯৪৩ জনের ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যক্রমের আওতায় এপ্রিল মাসে ডিএমপির বিভিন্ন বিভাগ উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করে।
 

ডিএমপির মতিঝিল বিভাগ ৮১ জনকে গ্রেফতার এবং ৩৬টি মামলা দায়ের করে। এদের মধ্যে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ওয়ারী বিভাগ ৩০ জনকে গ্রেফতার ও ২২টি মামলা করে, যার মধ্যে তিনজনকে সাজা ও ১৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

তেজগাঁও বিভাগ ৯৮ জনকে গ্রেফতার ও ৬৩টি মামলায় সোপর্দ করে এবং ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

গুলশান বিভাগ ৮৪ জনের বিরুদ্ধে ৫৭টি মামলা রুজু এবং ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা করে।

লালবাগ বিভাগ ২৯ জনকে গ্রেফতার ও ২৪টি মামলায় সোপর্দ করে। এদের মধ্যে ১১ জনকে সাজা প্রদান এবং ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মিরপুর বিভাগ ৪৮৮ জনকে গ্রেফতার ও ১৭৭টি মামলায় আদালতে সোপর্দ করে। এতে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উত্তরা বিভাগ ১১২ জনকে গ্রেফতার ও ৭৭টি মামলা করে এবং ৩৫ জনকে সাজা প্রদানা ও ৯৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

রমনা বিভাগ ২১ জনকে গ্রেফতার ও ২১টি মামলায় সোপর্দ করে এবং ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০