স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এপ্রিল মাসে ৪৭৭ টি মামলা নিষ্পত্তি করেছে

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২৩:২৭

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৪৭৭টি মামলা নিষ্পত্তি করেছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে মোট গ্রেফতারকৃত ৯৪৩ জনের ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যক্রমের আওতায় এপ্রিল মাসে ডিএমপির বিভিন্ন বিভাগ উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করে।
 

ডিএমপির মতিঝিল বিভাগ ৮১ জনকে গ্রেফতার এবং ৩৬টি মামলা দায়ের করে। এদের মধ্যে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ওয়ারী বিভাগ ৩০ জনকে গ্রেফতার ও ২২টি মামলা করে, যার মধ্যে তিনজনকে সাজা ও ১৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

তেজগাঁও বিভাগ ৯৮ জনকে গ্রেফতার ও ৬৩টি মামলায় সোপর্দ করে এবং ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

গুলশান বিভাগ ৮৪ জনের বিরুদ্ধে ৫৭টি মামলা রুজু এবং ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা করে।

লালবাগ বিভাগ ২৯ জনকে গ্রেফতার ও ২৪টি মামলায় সোপর্দ করে। এদের মধ্যে ১১ জনকে সাজা প্রদান এবং ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মিরপুর বিভাগ ৪৮৮ জনকে গ্রেফতার ও ১৭৭টি মামলায় আদালতে সোপর্দ করে। এতে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উত্তরা বিভাগ ১১২ জনকে গ্রেফতার ও ৭৭টি মামলা করে এবং ৩৫ জনকে সাজা প্রদানা ও ৯৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

রমনা বিভাগ ২১ জনকে গ্রেফতার ও ২১টি মামলায় সোপর্দ করে এবং ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০