স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এপ্রিল মাসে ৪৭৭ টি মামলা নিষ্পত্তি করেছে

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২৩:২৭

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৪৭৭টি মামলা নিষ্পত্তি করেছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে মোট গ্রেফতারকৃত ৯৪৩ জনের ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যক্রমের আওতায় এপ্রিল মাসে ডিএমপির বিভিন্ন বিভাগ উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করে।
 

ডিএমপির মতিঝিল বিভাগ ৮১ জনকে গ্রেফতার এবং ৩৬টি মামলা দায়ের করে। এদের মধ্যে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ওয়ারী বিভাগ ৩০ জনকে গ্রেফতার ও ২২টি মামলা করে, যার মধ্যে তিনজনকে সাজা ও ১৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

তেজগাঁও বিভাগ ৯৮ জনকে গ্রেফতার ও ৬৩টি মামলায় সোপর্দ করে এবং ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

গুলশান বিভাগ ৮৪ জনের বিরুদ্ধে ৫৭টি মামলা রুজু এবং ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা করে।

লালবাগ বিভাগ ২৯ জনকে গ্রেফতার ও ২৪টি মামলায় সোপর্দ করে। এদের মধ্যে ১১ জনকে সাজা প্রদান এবং ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মিরপুর বিভাগ ৪৮৮ জনকে গ্রেফতার ও ১৭৭টি মামলায় আদালতে সোপর্দ করে। এতে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উত্তরা বিভাগ ১১২ জনকে গ্রেফতার ও ৭৭টি মামলা করে এবং ৩৫ জনকে সাজা প্রদানা ও ৯৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

রমনা বিভাগ ২১ জনকে গ্রেফতার ও ২১টি মামলায় সোপর্দ করে এবং ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা: কাদের গনি চৌধুরী
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে
শ্রম পরিদর্শন ও বিভাগের কার্যাবলী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে : শ্রম সচিব
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার
ইসরাইলের ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের
১০