সিলেটে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২৩:৪৯

সিলেট, ৬ মে ২০২৫ (বাসস) : সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফুলেস মিয়া (২২) উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ফুলেস মিয়া।

পুলিশ জানায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের ন্যায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরছিলেন। ডুব দিয়ে নদী থেকে সুবেল ও রাজন তীরে উঠলেও ফুলেস মিয়া দীর্ঘক্ষণ না ওঠায় তারা দ্রুত ফায়ার সার্ভিসকে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোনো কারণে পাথরে আটকা পড়েন। তার হাত ও শরীরের কিছু অংশ পাথরের নিচে ছিল। উদ্ধারকারী দল তার মরদেহ খুঁজে পায়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০