সিলেটে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২৩:৪৯

সিলেট, ৬ মে ২০২৫ (বাসস) : সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফুলেস মিয়া (২২) উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ফুলেস মিয়া।

পুলিশ জানায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের ন্যায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরছিলেন। ডুব দিয়ে নদী থেকে সুবেল ও রাজন তীরে উঠলেও ফুলেস মিয়া দীর্ঘক্ষণ না ওঠায় তারা দ্রুত ফায়ার সার্ভিসকে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোনো কারণে পাথরে আটকা পড়েন। তার হাত ও শরীরের কিছু অংশ পাথরের নিচে ছিল। উদ্ধারকারী দল তার মরদেহ খুঁজে পায়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৫ সহযোগী গ্রেপ্তার
১০