শেরপুর, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯ টায় শেরপুর পৌরসভাধীন কসবা ভাটিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো.শরিফুল ইসলাম (২৬)। সে একই এলাকার মন্ডল মিয়ার ছেলে।
তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮ টায় জমিতে সেচ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শরিফুল ইসলাম। এরপর রাত ৯ টায় শরিফুলের বন্ধু তাকে খুঁজতে গিয়ে দেখেন তিনি সেচ পাম্পের বিদ্যুতের তার জড়িয়ে মাটিতে পড়ে রয়েছেন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এবং জানান, বিদ্যুৎপৃষ্টে শরিফুলের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।