নাটোরের চলনবিলে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষে সফলতা

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৪:৪৯
ছবি : বাসস

নাটোর, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলার চলনবিলে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদে সফলতা পাওয়া গেছে। 

সমলয় স্কিমের প্রদর্শনী খামারে ধান সংগ্রহ শেষে বিঘা প্রতি গড় ফলন পাওয়া গেছে ৩০ মণ। অন্যদিকে প্রচলিত পদ্ধতিতে বোরো ধানের গড় ফলন পাওয়া গেছে ২৫ মণ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় প্রদর্শনী খামারে কম্বাইন্ড হারভেস্টরে জমি থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আগামী তিনদিনে ধান সংগ্রহ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান। 

সুবিধাভোগী কৃষক সিরাজুল ইসলাম জানান, ব্রি ধান-৯২ জাতের ধান সমলয় স্কিমে চাষাবাদ করে আমরা বিঘা প্রতি ফলন পেয়েছি প্রায় ৩০ মণ, যেখানে প্রচলিত পদ্ধতিতে বিভিন্ন জাতের ধানভেদে ফলন পাওয়া যাচ্ছে ২২ থেকে ২৬ মণ।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান বলেন, সকল প্রযুক্তির সমাহারে গড়ে তোলা এই স্কীমকে সফল এবং মডেল হিসেবে গড়ে তুলতে কৃষি বিভাগ সব রকমের পদক্ষেপ গ্রহণ করে সফলতা পেয়েছে।এতে  কৃষি যান্ত্রিকীকরণের সুফল ছাড়াও সময়, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে। ফলে সামনের দিনগুলোতে এলাকার অন্যান্য কৃষকবৃন্দ এই পদ্ধতিতে ধান চাষ করবেন বলে আশা করছি।   

সিংড়া উপজেলার নেঙ্গুইন এলাকায় দেড়শ’ কৃষকের ৫০ একর জমিতে গড়ে তোলা হয় সমলয় বোরো চাষাবাদ স্কীম। এজন্যে কৃষকদের চারা উৎপাদনে ট্রে, হাইব্রিড বীজ এবং সার বিনামূল্যে প্রদান করে কৃষি বিভাগ। কম্বাইন হারভেস্টরে ধান কাটা এবং প্রক্রিয়াকরণ কার্যক্রমের সমুদয় ব্যয়ও নির্বাহ করছে কৃষি বিভাগ। এই স্কিমে সরকার ব্যয় করেছে ১৩ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০