যশোরে ৩৩ মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৭:০৮
ছদ্মবেশে পালিয়ে বেড়ানো ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। ছবি : বাসস

যশোর, ৭ মে, ২০২৫ (বাসস) : হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাচালানসহ ছদ্মবেশে পালিয়ে বেড়ানো ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

আজ বুধবার সকালে যশোর শহরের খড়কী কলেজগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম কাজী তারেককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তারেক যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, বুধবার সকালের দিকে শহরের খড়কী কলেজগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম কাজী তারেককে গ্রেফতার করে। তার নামে একটি হত্যা, অস্ত্র, দুইটি বিস্ফোরক, ১৯টি মাদক ও ৬টি চোরাচালানসহ মোট ৩৩টি মামলা রয়েছে। 

এগুলোর মধ্যে ১৫টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কাজী তারেক দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধচক্র নিয়ন্ত্রণ করে আসছিল। 

গ্রেফতার এড়াতে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করত এই অপরাধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৫ সহযোগী গ্রেপ্তার
১০