শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:০৮
ছবি : সংগৃহীত

সিলেট (শাবিপ্রবি), ৭ মে, ২০২৫ (বাসস) : উন্নয়নের ছোঁয়া লেগেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। বর্তমান অন্তর্বর্তী সরকারের আট মাসে দৃশ্যমান হচ্ছে ছাত্রদের ১টি ও ছাত্রীদের জন্য ১টি হল, ১০ তলা প্রশাসনিক ভবন, আন্তর্জাতিক হোস্টেল, শিক্ষক কোয়ার্টার, আধুনিক মসজিদ ও ২টি একাডেমিক ভবন। চলছে আরও কিছু নতুন ভবন নির্মাণে জন্য টেন্ডার প্রস্তুতি।

শিক্ষার্থীরা বলছেন, আগে বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবকাঠামোগত উন্নয়ন কাজ চোখে পড়েনি। একাডেমিক বিল্ডিং হাতে গোনা যেত, আর শিক্ষার্থীদের আবাসন সংকট ছিল চরমে। এখন সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। ক্যাম্পাস জুড়ে এখন চলছে খোঁড়াখুঁড়ি, নির্মাণকাজ। যেভাবে কাজ চলছে, মনে হয় নতুন একটা শাবিপ্রবি গড়ে উঠছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বাসস’কে বলেন, প্রায় ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। যার মধ্যে কয়েকটা চলমান ও কিছু কাজের চুক্তি হয়েছে যা আগামী দেড় মাসের মধ্যে শুরু হবে। তিনি বলেন, উন্নয়নমূলক এসব কাজ গত ৫ থেকে ৬ বছরে বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজগুলো শুরু হয়েছে। শিক্ষায় ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে একটি পর্যায়ে নিয়ে যেতে হবে। 

ক্যাম্পাসে বর্তমানে একসঙ্গে চলছে একাধিক প্রকল্প। শাহপরান হলের পিছনে উঠছে ১০ তলা একটি ছাত্র হল, সিট সংখ্যা ধরা হয়েছে এক হাজার। একই রকম একটি ছাত্রী হল হচ্ছে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের পাশে।

এ ছাড়া আইআইসিটি ভবনের পশ্চিমে নির্মাণ কাজ চলছে ১০ তলা বিশিষ্ট ১টি নতুন প্রশাসনিক ভবনের। ২টি একাডেমিক ভবনের কাজ চলছে অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের জন্য। বিদেশি শিক্ষার্থীদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা। নির্মিত হচ্ছে ৭ তলা আন্তর্জাতিক হোস্টেল ও ১১ তলা শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার। প্রক্টর ও প্রভোস্টসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যারা ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করেন, তাদের জন্য ৪০ ইউনিটের ১টি আবাসিক ভবন নির্মাণের কাজ শীঘ্রই চুক্তি স্বাক্ষর করে কাজ শুরু করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

ক্যাম্পাসে প্রবেশের সময়ই চোখে পড়বে- এক কিলোমিটার রাস্তায় দুটি নতুন স্প্যান ব্রিজের কাজ। শাহপরান হলের সামনে তৈরি হচ্ছে ৪তলা বিশিষ্ট আধুনিক মসজিদ। এছাড়াও প্রধান ফটকের পূর্বপাশে ১টি বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনার কাজ, অ্যাগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস এবং ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাডেমিক ভবনের জন্য ১০তলা ১টি ভবন শীঘ্রই চুক্তি স্বাক্ষর করে কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০