বরিশালে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:২৯
অভিযানে সঞ্জীব কুমার দাস (৪৪) নামে এক দালালকে আটক করেছে দুদক। ছবি: বাসস

বরিশাল, ৭ মে, ২০২৫ (বাসস): একাধিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র বরিশাল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অভিযানে একজনকে কারাদণ্ড দিয়েছে দুদকের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সঞ্জীব কুমার দাস (৪৪) নামে এক দালালকে আটক করেছে দুদক। তিনি বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানটি পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। 

পরে অভিযানে যুক্ত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া। এ সময় আটক সঞ্জীব কুমার দাসকে এক মাসের কারাদণ্ড এবং দুইশ’ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে রাজ কুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দু’টি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটক দালাল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০